" খাদিজা (রাঃ) এর বিয়ে "
খাদিজা (রাঃ) এর সাথে মুহাম্মাদ (সাঃ) বিয়ের প্রস্তাব কিভাবে কেমন করে হয়েছিলো এসব নিয়ে নানা রকম মত রয়েছে। সেরকম কিছু শিক্ষনীয় মজার ঘটনা হল, খাদিজা (রাঃ) নিজেই মুহাম্মদ (সাঃ) এর সাথে বিয়ে নিয়ে কথা বলেন। এবং বলেন, আপনি আমার বাবার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাবটা দেন? কিন্তু রাসূল দ্বিমত করেন, এবং নিজের দারিদ্রতার কারনে হয়তো খাদিজার পিতা তা গ্রহণ করবেনা বলে ভাবতে লাগলেন। কিন্তু খাদিজা নিজেই নিজের বাবাকে প্রস্তাব করেন সুযোগ বুঝে। সুযোগ হল, খাদিজার বাবা অতিরিক্ত মদ্যপান করেছিলেন(জাহেলী যুগ), আর মদ্যপানে মাতাল অবস্থায় রাজি হয়ে যান। কিন্তু যখন বিবেক বোধ ফিরে আসে তখন আবার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চান। (হায়াতুসা সাহাবা-২/৬৫২)।
অন্য একটি বিবরণ এরকম যে, হযরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফীসা' এই ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনিই প্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলের নিকট এভাবে প্রস্তাব উপস্থাপন করেন, আপনাকে যদি ধন-সম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহবান জানানো হয়, আপনি কি খাদিজাকে বিয়ে করবেন? কথা পাকাপাকি হয়ে গেলে সঠিক তারিখে রাসূলের চাচা আবু তালিব এবং হামযা মিলে আরো যারা বংশের খান্দানী ব্যক্তিবর্গ আছে, তাদেরকে দাওয়াত পাঠানো হয়। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করে, পাঁচ শত স্বর্ণমুদ্রা দেনমোহর ধার্য্য করে বিবাহ হয়। সকল খরচ খাদিজা নিজেই বহন করেন। (হায়াতুস সাহাবা-২/৬৫২)।
No comments:
Post a Comment