Header Ads

Header ADS

স্ত্রীর প্রতি স্বামীর কিছু সুন্নত

  


১.বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নত।

২.ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নত।

৩.বিধবা নারীকে বিবাহ করা সুন্নত।

৪.স্ত্রী'র সাথে রান্না করার কাজে,পরিস্কারের কাজে,

ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নত।

৫.ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রী 'কে মুখে হাত দিয়ে খাবার তুলে খাওয়ানো সুন্নত।

৬.স্ত্রী 'র প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নত।

৭.স্ত্রী 'র ভুল ক্ষমা করা সুন্নত।

৮.স্ত্রী'র জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নত।

৯.স্ত্রী 'র অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং 

তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নত।


১০.স্ত্রী 'র সাথে খেলা করা,গল্প করা,ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত।

১১.স্ত্রী 'র কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নত।

১২.স্ত্রী 'কে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নত।

১৩.পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নত।

১৪.স্ত্রী 'র পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত।

১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নত।

১৬. স্ত্রীর অভিমান ভাংগানো সুন্নত।

১৭. স্ত্রীর কোলে শোয়ে কুর'আন তেলাওয়াত করা সুন্নত।

১৮.স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। 


ভেবে দেখুন আজ স্ত্রী নাই বলে কত গুলো  সুন্নত পালন করা যায় না!

No comments

Theme images by mattjeacock. Powered by Blogger.